রাজনৈতিক টানাপোড়েনে বলি মুস্তাফিজুর রহমান, KKR ছাড়লেও কি পাবেন ৯.২০ কোটি টাকা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫০: বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে এক জটিল পরিস্থিতি। আইপিএলের নিলামে ৯.২০ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁকে দলে নিয়েছিল। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতায় জিতে তাঁকে কিনেছিল শাহরুখ খানের দল। কিন্তু সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নৃশংস ঘটনার পর পরিস্থিতি বদলে যায়। বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।
সবচেয়ে বড় বিষয়, এই সিদ্ধান্তের জন্য মুস্তাফিজুরের কোনও ব্যক্তিগত দায় নেই। তিনি নিজে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেননি, তাঁর বিরুদ্ধে কোনও শৃঙ্খলাভঙ্গ বা পেশাগত অভিযোগও ওঠেনি। তবুও সূত্রের খবর, এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই।
আইপিএল সংশ্লিষ্ট একটি সূত্র পিটিআইকে জানায়, সমস্ত আইপিএল ক্রিকেটারের বেতন বিমার আওতায় থাকে। তবে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সাধারণত টুর্নামেন্ট চলাকালীন বা ক্যাম্পে যোগ দেওয়ার পর চোট পেলে বিমা কার্যকর হয়। সেই ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ পাওয়া যেতে পারে। কিন্তু মুস্তাফিজুরের চুক্তি বিচ্ছেদ কোনও চোট বা ক্রিকেট সংক্রান্ত কারণে হয়নি, ফলে এই বিমা শর্ত তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই কেকেআর আইনি ভাবে তাঁকে এক টাকাও দিতে বাধ্য নয়।
এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তুলেছে। যদিও এতে বিতর্ক আরও বেড়েছে, বাস্তবে মুস্তাফিজুরের সামনে আইনি পথ ছাড়া তেমন বিকল্প নেই। তবে আইপিএল ভারতীয় আইনের আওতায় হওয়ায় বিদেশি ক্রিকেটারদের পক্ষে আদালত বা CAS-এর দ্বারস্থ হওয়াও ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে, রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের জেরে কোনও দোষ না থাকা সত্ত্বেও এক জন তারকা ক্রিকেটার যে ভাবে ক্ষতিগ্রস্ত হলেন, তা ডিজিটাল যুগের ক্রীড়াব্যবস্থায় খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।