বিয়ের তোড়জোড়ের মাঝেই বিপত্তি, রুশ তেল ট্যাঙ্কারে কর্মরত ভারতীয় মার্চেন্ট নেভি অফিসার আটক আমেরিকার হাতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৫: হিমাচল প্রদেশের কাংড়া জেলার বাসিন্দা রিকশিত চৌহান একজন ২৬ বছর বয়সি মার্চেন্ট নেভি অফিসার। আগামী মাসেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেই আনন্দের মুহূর্তের ঠিক আগে আচমকাই অনিশ্চয়তার মুখে পড়েছে তাঁর পরিবার। রাশিয়ান পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘ম্যারিনেরা’ (আগের নাম ‘বেলা ১’), যেখানে কর্মরত ছিলেন রিকশিত, সেটিকেই উত্তর আটলান্টিক মহাসাগরে গত সপ্তাহে মার্কিন সেনা বাহিনী আটক করে।
জানা গিয়েছে, ক্যারিবিয়ান সাগর থেকে সমুদ্র পথে শুরু হয় তাঁকে ধাওয়া করা, শেষে ৭ জানুয়ারি জাহাজটি আটক করা হয়। ওই জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন—তিনজন ভারতীয়, ২০ জন ইউক্রেনীয়, ছ’জন জর্জিয়ান ও দু’জন রুশ নাগরিক। বর্তমানে দুই রুশ ক্রু ছাড়া বাকিরা সবাই আটক রয়েছেন।
রিকশিতের মা রীতা দেবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরধ করেছে ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য। কাংড়ার পালামপুরে সাংবাদিকদের তিনি বলেন, “১৯ ফেব্রুয়ারি আমার ছেলের বিয়ে। তার আগেই যেন ও সুস্থভাবে বাড়ি ফিরতে পারে, সেটাই একমাত্র প্রার্থনা।” পরিবারের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছেও হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।
রিকশিতের বাবা রঞ্জিত সিং জানান, ২০২৫ সালের ১ অগস্ট মার্চেন্ট নেভিতে যোগ দেন তাঁর ছেলে। প্রথম সমুদ্রযাত্রাতেই রুশ সংস্থার হয়ে ভেনেজুয়েলায় পাঠানো হয় তাঁকে। শেষবার ৭ জানুয়ারি ছেলের সঙ্গে কথা হয়েছিল তাঁদের। এরপরই ১০ জানুয়ারি জাহাজ আটক হওয়ার খবর পান পরিবার।
এই ঘটনার প্রেক্ষিতে পালামপুরের বিধায়কও সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত সরকার গোটা বিষয়টির উপর কড়া নজর রাখছে এবং জাহাজে থাকা ভারতীয় নাগরিকদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।