বাংলায় নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন অমিত শাহ, নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল

রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন আসতে এখনও বছর দেড়েক বাকি। কিন্তু এখন থেকেই ছাব্বিশের ভোট-প্রচার শুরু করে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ!

October 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন আসতে এখনও বছর দেড়েক বাকি। কিন্তু এখন থেকেই ছাব্বিশের ভোট-প্রচার শুরু করে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ! কোনও রাজনৈতিক মঞ্চ বা আসন্ন উপ নির্বাচনে দলীয় প্রার্থীর নির্বাচনী সভা নয়, পুরোদস্তুর সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি বাংলার ক্ষমতা দখলের সলতে পাকালেন। ২৭ অক্টোবর, রবিবার ভাষণের আগাগোড়া আক্রমণের কেন্দ্রে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস। এভাবেই রবিবার পেট্রাপোল সীমান্তে আয়োজিত কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠান হয়ে উঠল রাজনৈতিক প্রচারের মঞ্চ। বিএসএফ, ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) পদস্থ কর্তাদের পাশে রেখে আগাম ভোট-প্রচার সারলেন অমিত শাহ।

আর এই বিষয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। তাদের অভিযোগ বাংলায় নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের তরফে সুব্রত বক্সি এই চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে। সেই চিঠিতে লেখা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ নির্বাচনী আদর্শ আচরণবিধি ভেঙেছেন। ইন্টিগ্রেটেড চেক পয়েন্ট, প্যাসেঞ্জার টার্মিনাল ও পেট্রাপোলে মৈত্রী দ্বার উদ্বোধন করে তিনি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। তৃণমূলের দাবি, পার্টির স্বার্থে কোনওভাবেই অফিসিয়াল এয়ারক্রাফট, গাড়ি, মেশিনারি, লোকজন ব্যবহার করা যাবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen