বাংলায় আসছেন অমিত শাহ

বিধানসভা নির্বাচনের রণকৌশল ওই বৈঠকে স্থির হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

October 31, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

পাখির চোখ নির্বাচন। আর বাংলা দখলই যেন মূল লক্ষ্য বিজেপির (BJP)। এই পরিস্থিতিতে রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। আগামী ৫ এবং ৬ নভেম্বর রাজ্য সফর রয়েছে তাঁর। একথা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, ৫ নভেম্বর মেদিনীপুর এবং রাঢ়বঙ্গের বৈঠক এবং ৬ ডিসেম্বর কলকাতা এবং নবদ্বীপ জোনের বৈঠক। বিধানসভা নির্বাচনের রণকৌশল ওই বৈঠকে স্থির হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

দুর্গাপুজো (Durga Puja 2020) মিটতে না মিটতেই রাজ্যে আসবেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, এমন জল্পনাই চলছিল। শোনা যাচ্ছিল সম্ভবত নভেম্বরের শুরুতে বৈঠকও করতে পারেন তিনি। কথা ছিল প্রথম বৈঠকটি হবে মেদিনীপুরে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি ও হাওড়ার পদাধিকারীদের নিয়ে। রাঢ় বঙ্গের পাঁচ জেলা পূর্ব বর্ধমান, আসানসোল, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া নিয়ে। দ্বিতীয় বৈঠকটি বর্ধমান শহরে হওয়ার কথা ছিল। পাশাপাশি বিধানসভা ভোটকে মাথায় রেখে রাজ্যে অমিত শাহকে এনে সভা করতে চেয়ে দিল্লির কাছে দরবার করেছিল রাজ্য বিজেপি। দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু নিজেই সেকথা জানিয়েছিলেন। তবে বিজেপি রাজ্য সভাপতি শুক্রবার জানিয়ে দিলেন আগামী ৫ এবং ৬ নভেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। জেপি নাড্ডা আসছেন না বলেও জানিয়ে দেন দিলীপ ঘোষ। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen