লক্ষ্য ২০২১: উত্তরবঙ্গ সফরে অমিত শাহ

তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক করবেন বলে বিজেপি সূত্রে খবর।

October 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

চলতি মাসে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শা। আগামী ১৬ অথবা ১৭ অক্টোবর শিলিগুড়িতে আসতে পারেন বলে সূত্রের খবর। তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক করবেন বলে বিজেপি সূত্রে খবর।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বঙ্গ জয়ের লক্ষ্য বিজেপির। লোকসভা নির্বাচনে বাংলায় দ্বিতীয় স্থানে উঠে আসার পর এখন পাখির চোখ মূলত বিধানসভা নির্বাচন। আর সেইমতো দলীয় সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই অমিত শা এই সফর বলে মত অনেকের।

এদিকে, গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের ডাকা বৈঠক হওয়ার কথা ছিল আজ। সেই বৈঠকে রাজ্য সরকার হাজির থাকতে অস্বীকার করে। বাধ্য হয়ে সেই বৈঠক বাতিল করা হয়। ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র উত্তরবঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen