নিধি-সমান্থার পর এবার অমিতাভ, মোদীর রাজ্যে হেনস্থার শিকার Big-B

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩৫: তারকাসুলভ উন্মাদনা ফের সীমা ছাড়াল। নিধি আগরওয়াল, সমান্থা রুথ প্রভু এবং বিজয়ের পর এবার গুজরাটের সুরাতে গিয়ে হেনস্থার মুখে পড়লেন মেগাস্টার অমিতাভ বচ্চন।
জানা গিয়েছে, ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’ (ISPL)-এর তৃতীয় সিজ়নের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সুরাতে গিয়েছিলেন বিগ বি। সেখানেই লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে প্রবেশের সময় তাঁকে ঘিরে ধরে অত্যুৎসাহী জনতা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, ভিড়ের চাপে হাঁটতে গিয়ে থমকে যান অভিনেতা। তাঁকে নিরাপদে নিয়ে যেতে কার্যত নাজেহাল হতে হয় নিরাপত্তারক্ষীদের।
৮৩ বছর বয়সী অভিনেতার সঙ্গে ভক্তদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই প্রবীণ অভিনেতার বয়স এবং নিরাপত্তার কথা ভেবে উদ্বেগের কথা লিখেছেন। তবে এত বিশৃঙ্খলার মধ্যেও অমিতাভ বচ্চন অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ দেখা যায়নি। প্রসঙ্গত, শুক্রবার থেকে শুরু হওয়া টেনিস বলের এই টি-১০ ক্রিকেট টুর্নামেন্টটি প্রায় এক মাস ধরে চলবে।