আশির ঊর্ধ্বে বয়স, তবু রেহাই নেই! ভক্তদের চাপে বিপাকে শাহেনশাহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: প্রিয় তারকাকে সামনে পেলেই আবেগের বাঁধ ভাঙে অনুরাগীদের। কিন্তু সেই আবেগ যখন নিয়ন্ত্রণ হারায়, তখন তা ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। ঠিক তেমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। গুজরাটের সুরাটে গিয়ে উন্মত্ত ভিড়ের চাপে কার্যত ঘাম ঝরল বিগ বি-র।
শুক্রবার ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনে যোগ দিতে সুরাটে পৌঁছন অমিতাভ বচ্চন। স্টেডিয়ামে যাওয়ার আগে তিনি গিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে। সুনীল শাহ থাকেন পাল এলাকার কাসা রিভেরা নামে এক বিলাসবহুল আবাসনে। সেখান থেকেই বেরনোর সময় বিপত্তি শুরু হয়। খবর ছড়িয়ে পড়তেই অমিতাভকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি শুরু করে অনুরাগীরা।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিরাপত্তা বলয় ভেঙে ভিড় ঢুকে পড়ে। বিগ বি নিজে করজোড়ে থামার অনুরোধ জানালেও তাতে কাজ হয়নি। ধাক্কাধাক্কিতে আবাসনের প্রবেশপথের কাচ ভেঙে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভিড়ের চাপে কিছুক্ষণ আটকে যান অমিতাভ, তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।
এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ভাইরাল ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছেন বিগ বি-র বহু অনুরাগী। তাঁদের বক্তব্য, আশির ঊর্ধ্বে বয়স অভিনেতার—এই ধরনের উন্মাদনা তাঁর জন্য বিপজ্জনক। ভালোবাসা থাকুক, কিন্তু দায়িত্ববোধও যে জরুরি, সেই কথাই যেন আবার মনে করিয়ে দিল এই ঘটনা।