পল্লবী বিদিশার পর ফের এক অভিনেত্রীর রহস্যমৃত্যু
কলকাতা শহরে ফের এক অভিনেত্রীর রহস্যমৃত্যু।
May 27, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা শহরে ফের এক অভিনেত্রীর রহস্যমৃত্যু। অভিনেত্রী পল্লবী দে এবং বিদিশা মজুমদারের পর এবার অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। আজ সকালে তাঁর পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় দেহ।
মঞ্জুষার পরিবার সূত্রে খবর, বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। বিদিশার মৃত্যুর পরই অবসাদগ্রস্ত হয় পড়েন অভিনেত্রী। তার জেরেই কি আত্মহত্যা? পুলিশ এই রহস্যমৃত্যুর তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, বেশ কিছু বছর ধরেই মঞ্জুষা টলিউডে কাজ করছেন। একটি মেগা ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। এছাড়া, থিয়েটারও করতেন মঞ্জুষা।