ফের SIR আতঙ্কে মৃত্যু! নাগেরবাজারে আত্মহত্যা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৪: আবারও SIR আতঙ্কে মৃত্যু হল বাংলায়। মৃতের নাম বৈদ্যনাথ হাজরা। তিনি দক্ষিণ দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাগেরবাজারের আরএন গুহ রোডের বাসিন্দা ছিলেন। পরিবারের অভিযোগ, ২০০২-র ভোটার তালিকায় নাম না-থাকায় আতঙ্কে আত্মহত্যা করেছেন তিনি। তিনি বেশ কিছু দিন ধরেই আতঙ্কের বসে অনেককে জিজ্ঞাসা করছিলেন। বেশ উদ্বিগ্নও ছিলেন। যখন তিনি দেখেন ২০০২ সালের তালিকায় বাবা-মায়ের নাম নেই তখন আরও উদ্বিগ্ন হয়ে পড়েন।
বৈদ্যনাথের স্ত্রী জানান, কিছুদিন ধরে SIR নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার রাত ২টোর পর হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান বৈদ্যনাথ। মোবাইলও সঙ্গে নেননি তিনি। ফোন না-নেওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ভয়েই পুলিশের দ্বারস্থ হন বৈদ্যনাথের স্ত্রী। সোমবার ভোরে নাগেরবাজারের আরএন গুহ রোডের কাছে একটি গাছ থেকে বৈদ্যনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাগেরবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃতের স্ত্রী জয়ন্তী হাজরার অভিযোগ, SIR নিয়ে আতঙ্কিত হয়েই বৈদ্যনাথ এই ধরণের সিদ্ধান্ত নিলেন। বৈদ্যনাথের দুই সন্তান আছে। বড় ছেলে কলেজের প্রথম বর্ষের ছাত্র। মেয়ে পঞ্চম শ্রেণির পড়ুয়া। SIR শুরু হতেই মৃত্যু মিছিল ক্রমশ দীর্ঘতর হচ্ছে বাংলায়। একে একে আতঙ্কিত মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।