SIR শুনানিতে গিয়ে ফের মৃত্যু! BDO-র গাড়িতে হাসপাতালেও বাঁচানো গেল না রামপুরহাটের বাসিন্দাকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৯: হাওড়ার ডোমজুড়ের পর এবার বীরভূমের রামপুরহাট। ফের এসআইআর (SIR) শুনানিতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বিডিও নিজের গাড়িতে করে তড়িঘড়ি হাসপাতালে পাঠালেও শেষরক্ষা হল না। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট-১ ব্লক অফিসে। মৃতের নাম কাঞ্চনকুমার মণ্ডল (Kanchan Kumar Mandal)।
স্থানীয় সূত্রে খবর, রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাঞ্চনবাবু ও তাঁর স্ত্রী এসআইআর শুনানির নোটিস পেয়েছিলেন। সেই মতো শনিবার সাইকেল চালিয়ে নথিপত্র নিয়ে ব্লক অফিসে হাজির হন তিনি। অফিসের সামনে তখন লম্বা লাইন। আচমকাই লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন তিনি।
দ্রুত চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুল্যান্সের অপেক্ষা না করে BDO নিজের গাড়িতেই অসুস্থ ব্যক্তিকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
মৃতের পরিবার ও স্ত্রীর অভিযোগ, SIR ও নথিপত্র নিয়ে গত কয়েকদিন ধরেই চরম দুশ্চিন্তায় ভুগছিলেন কাঞ্চনবাবু। অতিরিক্ত টেনশনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবারই হাওড়ার ডোমজুড়ে শুনানিতে গিয়ে মদন ঘোষ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে একই ধরণের দুটি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।