ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত কমপক্ষে ১০

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:৩০: আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রবিবার শেষ রাতে আফগান শহর মাজার-ই-শরিফে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ২৬০-র বেশি মানুষ আহত হয়েছেন। উদ্ধারকাজ শুরু হয়েছে।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাটির ২৮ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। মোট ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি।
বাল্খ ও সমনগন প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আফগান সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের কর্মীরা নেমেছে উদ্ধার কাজে। স্বাস্থ্য কর্মীরাও পৌঁছে গিয়েছেন।
ফের জোরালো কম্পন অনুভূত হতে পারে, এমনই সতর্কতা জারি করেছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।
এই নিয়ে তিন মাসে চতুর্থবার কেঁপে উঠল কাবলিওয়ালাদের দেশ। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভূমিকম্পের জেরে দু’হাজারেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন সেদেশে।