শহরে ফের অগ্নিকাণ্ড! নিউটাউনের পর এবার আগুনের গ্রাসে ওয়েলিংটনের ভুটিয়া মার্কেট

January 8, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: শীতের শহরে ফের জোড়া অগ্নিকাণ্ড। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শহরে পরপর আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে নিউটাউনের পর বিকেলের দিকে আগুন লাগল মধ্য কলকাতার ওয়েলিংটনের (wellington) ভুটিয়া মার্কেটে (Bhutia Market)।

দমকল সূত্রে খবর, এদিন বিকেল ৪টে ৪২ মিনিট নাগাদ দমকলের কন্ট্রোল রুমে ভুটিয়া মার্কেটে আগুন লাগার খবর আসে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। ভুটিয়া মার্কেট মূলত শীতবস্ত্রের বাজার। প্রচুর পরিমাণে উল ও সিন্থেটিক কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়। তাই দমকলকর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। জনবহুল এলাকায় এবং দাহ্য বস্তু থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে এদিন সকালেই আগুনের গ্রাসে পড়েছিল নিউটাউনের থাকদাঁড়ি এলাকার একটি বহুতল। ওই বহুতলে একটি বেসরকারি সংস্থার অফিসও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বহুতলটির ওপরের তলায় যাওয়ার সিঁড়ি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। তবে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্বস্তির খবর হলো, নিউটাউনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দমকল জানিয়েছে।

প্রসঙ্গত, ঠিক আগের দিন অর্থাৎ বুধবার সন্ধ্যাতেও শহরের বুকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আনন্দপুরের নোনাডাঙায় মাতঙ্গিনী কলোনি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে যায় বস্তির একাধিক ঘর। বুধবারের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার শহরের দুই প্রান্তে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় শহরবাসীর কপালে চিন্তার ভাঁজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen