তারা মায়ের কাছে ২২০ আসনে জয়ের প্রার্থনা অনুব্রতর

এদিন দুপুর দেড়টা নাগাদ অনুব্রতবাবু মন্দিরে আসেন। সঙ্গে ছিলেন দলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিং।

December 18, 2020 | 1 min read
Published by: Drishti Bhongi

‘মায়ের কাছে ২২০টি আসন চাইলাম। মা বলেছেন, তাই দেব।’ বিধানসভা ভোটে ২২০টি আসনে জেতানোর আবেদন স্বীকার করেছেন তারা মা। বৃহস্পতিবার দুপুরে তারাপীঠে পুজো দিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এমনটাই দাবি করলেন। বললেন, ‘বাংলার উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, তার জন্য মায়ের কাছে আবেদন করেছি। মা আমার সেই প্রার্থনা মেনে নিয়েছেন।’

এদিন দুপুর দেড়টা নাগাদ অনুব্রতবাবু মন্দিরে আসেন। সঙ্গে ছিলেন দলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিং। মন্দিরে তাঁদের স্বাগত জানান তৃণমূলের (Trinamool) ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়। অনুব্রতবাবু গর্ভগৃহে প্রবেশ করে মাকে বেনারসি শাড়ি, ১০৮টি জবা ফুলের মালা দিয়ে পুজো দেন। আরতিও করেন।

গর্ভগৃহ থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের বলেন, ‘আজ পয়লা পৌষ। তার উপর বৃহস্পতিবার। এইদিনটা মায়ের বার। বহু বছর পর এমন যোগ এসেছে। গত বিধানসভা নির্বাচনের সময় একইভাবে মায়ের কাছে ২১০ থেকে ২২০ আসন চেয়েছিলাম। মা ২১১টি আসন দিয়েছিলেন। এবারও মা মনস্কামনা পূরণ করবেন বলেছেন।’

শুভেন্দু অধিকারীর দল ছাড়ার প্রসঙ্গে স্পষ্ট বার্তা, ‘নেতা গেলে বয়ে গেল। কর্মীরা ঠিক আছে। যাঁরা যাচ্ছেন তাঁরা নিজেদের স্বার্থে দলবদল করছেন। কর্মীরা নেতা তৈরি করেন। নেতারা কর্মী তৈরি করেন না। বীরভূম জেলার দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিং বিজেপিতে যোগ দিচ্ছেন বলে সর্বত্র গুঞ্জন শুরু হয়েছে। সেই প্রসঙ্গে দলের জেলা সভাপতি বলেন, ‘ওসব বাজে কথা। মা তারাকে ছেড়ে কেউ যাবে না।’

এদিন বিজেপির (BJP) গৃহসম্পর্ক অভিযানকেও কটাক্ষ করেন অনুব্রত। বলেন, ‘যেভাবে দুয়ারে সরকার কর্মসূচি চলছে, তাতে বিজেপির কোনও জায়গা নেই। ৪ জানুয়ারি থেকে ২৪টি ব্লকেই নির্বাচনী জনসভা শুরু করব। কর্মী ঠিক আছে। এক একটি জনসভায় ৮০ হাজার করে লোক হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen