উৎসবের মুখে অ্যাপ ক্যাব চালকদের ক্ষোভ

September 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: দুর্গাপুজোর আর মাত্র দু’সপ্তাহ বাকি। চারদিকে সাজ সাজ রব, মহানগর প্রস্তুত হচ্ছে বছরের সবচেয়ে বড় উৎসবের জন্য। কিন্তু এর মাঝেই চিন্তায় ফেলছে অ্যাপ ক্যাব চালকদের ক্ষোভ।

চালকদের অভিযোগ, বর্তমান ভাড়ায় তাদের পক্ষে রাস্তায় নামা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তাই তাঁরা রাজ্য সরকার ও অ্যাগ্রিগেটর কোম্পানিগুলির কাছে ভাড়া পুনর্গঠনের জোর দাবি তুলেছেন।

চালকদের দাবি:

*এসি ক্যাবের ন্যূনতম ভাড়া প্রতি কিলোমিটারে ৩০ টাকা

*নন-এসি ক্যাবের ভাড়া ২৫ টাকা

*বাইক-ট্যাক্সির ভাড়া ১২ টাকা

*ক্যানসেল করলে ও অপেক্ষা করতে হলে সেই চার্জও অন্তর্ভুক্ত করতে হবে

সল্টলেকের উবার অফিসে চালকদের দেওয়া দাবিপত্রে আরও বলা হয়েছে যে, প্রতিদিন নির্দিষ্ট হারে টাকা জমা দিতে হয়। চালকদের চার আসনের ক্যাবের জন্য ৯৯ টাকা, সাত আসনের ক্যাবের জন্য ২১৬ টাকা। এর ফলে চালকদের আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে। আগে কমিশন দেওয়া হলেও এখন সেই ব্যবস্থাও বন্ধ।

ফলে প্রতিদিন প্রায় ৪০% ক্যাব রাস্তায় নামছে না। দিনদিন জ্বালানি খরচ, ঋণ শোধ, নম্বর প্লেট পরিবর্তনের ঝামেলা বাড়ছে। টোটো ও বিকল্প পরিবহণের কারণে যাত্রী সংখ্যাও কমছে। চালকদের একাংশ রাজ্য সরকারের ‘যাত্রী সাথী’ পরিষেবা-তে যোগ দেওয়াকে ইতিবাচক মনে করলেও তাদের দাবি যান্ত্রিক রিকশাকে অ্যাগ্রিগেটর পরিষেবা থেকে বাদ দিতে হবে। পাশাপাশি, বন্ধ হয়ে যাওয়া পুল সিস্টেম পুনরায় চালু করতে হবে।

চালকদের স্পষ্ট বার্তাদাবি না মানা হলে পুজোতেই তারা আন্দোলনে নামবেন। আর ক্যাব সংকট হলে শহরের পরিবহণ ব্যবস্থার উপর বড়সড় প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen