হাঁসফাঁস গরম! COVID-এর চোখরাঙানিতে কি কলকাতায় আবার ফিরছে মুখে মাস্ক?
দেশেও সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক রাজ্য সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনার ঢেউ বাংলাতেও যেকোনও মুহুর্তে আছড়ে পড়তে পারে। সেই সম্ভাবনার কথা ভেবে চিন্তায় চিকিৎসক মহল।
মার্চের শুরুতে গরমের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতায় কোভিড পজিটিভিটির হার ৫% অতিক্রম করেছে। এমনকি মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত পজিটিভিটির হার প্রায় ৩% এর মধ্যে সীমাবদ্ধ ছিল যা এখন ৬.৩% পর্যন্ত বেড়েছে।
দেশে সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক রাজ্য সরকার। কলকাতা শহরের মতো জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করার সম্ভাবনাও বাড়ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যগুলিকে মাস্ক ফেরানোর সুপারিশ করেছে। কিন্তু প্রশ্ন হল, এই তীব্র গরমে এমনিতেই নাভিশ্বাস অবস্থা তার উপর যদি মাস্ক বাধ্যতামূলক করা হয় তবে কি পরিণতি হবে? সেটা ভেবেই ঘুম ছুটছে কলকাতা তথা বঙ্গবাসীর।