তালোজা জেলে অর্ণব গোস্বামী

বিচারবিভাগীয় হেফাজতে থাকা বন্দিদের জন্য মেক-শিফ্ট কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে আলিবাগের পুরসভার স্কুলে।

November 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আলিবাগের কোয়ারেন্টাইন সেন্টারে মোবাইল ফোন ব্যবহার করায় ধৃত সাংবাদিক অর্ণব গোস্বামীকে (Arnab Goswami) সরানো হল নবি মুম্বইয়ের তালোজা জেলে (Taloja Jail)। বিচারবিভাগীয় হেফাজতে থাকা বন্দিদের জন্য মেক-শিফ্ট কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে আলিবাগের পুরসভার স্কুলে। কিন্তু, রায়গঞ্জ ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর জামিল শেখ জানিয়েছেন, ‘শুক্রবার সন্ধ্যায় জানতে পারি, অর্ণব গোস্বামী কারও একজনের মোবাইল ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সক্রিয় রয়েছেন। বুধবার ওরলির বাসভবন থেকে গ্রেপ্তার করার সময় অর্ণব গোস্বামীর ব্যক্তিগত মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়। তাই, এক্ষেত্রে তিনি কারও মোবাইল ফোন ব্যবহার করছিলেন। বিষয়টি সঙ্গে সঙ্গে আলিবাগ জেলের সুপারকে লিখিতভাবে জানাই। রবিবার সকালে অর্ণব গোস্বামীকে তালোজা জেলে স্থানান্তরিত করা হয়।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen