‘আমি থাকতে বাংলায় NRC হবে না, ডিটেনশন ক্যাম্পও হতে দেব না’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

December 9, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৫: ছাব্বিশের নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকা সংশোধন বা ‘SIR’ এবং এনআরসি (NRC) ইস্যুতে ফের বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাফ কথা, যত বড় ষড়যন্ত্রই হোক না কেন, বাংলায় এনআরসি বা ডিটেনশন ক্যাম্প তিনি হতে দেবেন না। বাংলার সংস্কৃতি ও মানুষের অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা যত খুশি ষড়যন্ত্র করুন। প্রথমে SIR, তারপর এনআরসি- এই ছক বাংলায় খাটবে না। আমি কথা দিচ্ছি, কোনও নাগরিককে উচ্ছেদ করা হবে না বা বাংলা থেকে বের করে দেওয়া হবে না। হিন্দু, রাজবংশী, তফশিলি, আদিবাসী, বৌদ্ধ এবং সংখ্যালঘু ভাই-বোনেরা, আপনারা প্রত্যেকে আমার গলার হার। আমি কাউকে এই হার ছিঁড়তে দেব না। বাংলা অটুট এবং ঐক্যবদ্ধ থাকবে।’’

নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘SIR’ চালু করা নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘‘এই প্রক্রিয়া তো দু’বছর আগেও করা যেত। নির্বাচনের ঠিক আগে এত তড়িঘড়ি কেন? আসলে এটা আপনাদের লোভ। আপনারা ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দিতে চান। মনে রাখবেন, প্রত্যেক নাগরিকের নাম ভোটার তালিকায় থাকতে হবে। শেষ মুহূর্তে এই প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ এর জবাব দেওয়ার সময়টুকুও না পায়।’’

রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে তৃণমূল নেত্রী বলেন, ‘‘আমরা যদি SIR বা তালিকা সংশোধন প্রক্রিয়া করতে না দিতাম, তবে আপনারা নির্বাচন করানোর অজুহাতে রাষ্ট্রপতি শাসন জারি করতেন।’’

বিজেপিকে (BJP) নিশানা করে তিনি আরও বলেন, ‘‘বিজেপি যদি বাংলা দখল করে, তবে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। আপনাদের পরিচয় মুছে ফেলা হবে, আপনাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হবে। গোটা বাংলাকে একটা বিশাল ডিটেনশন ক্যাম্পে পরিণত করা হবে। কিন্তু মনে রাখবেন, আমি যতদিন আছি, এসব হতে দেব না।’’

 

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen