এশিয়ান গেমস ২০২৩: শ্যুটিং, গলফ মিলিয়ে রবিবার সকালেই পদকের হ্যাটট্রিক ভারতের

এশিয়ান গেমসের শ্যুটিং সার্কিটে সত্যি সত্যিই সোনা ফলাচ্ছে ভারত। রবিবার সকালেই আরও একটি সোনা জিতলেন ভারতীয় শ্যুটাররা।

October 1, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
শ্যুটিংয়ে ৫০ মিটার ট্র্যাপ বিভাগে সোনা জয় করলেন ভারতের কিনান চেনাই, জোরাবর সিং এবং পৃথ্বীরাজ টোন্ডাইমান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ান গেমসের শ্যুটিং সার্কিটে সত্যি সত্যিই সোনা ফলাচ্ছে ভারত। রবিবার সকালেই আরও একটি সোনা জিতলেন ভারতীয় শ্যুটাররা। ৫০ মিটার ট্র্যাপ বিভাগে সোনা জিতল ভারতীয় পুরুষ ট্র্যাপ দল। মহিলাদের ট্র্যাপ বিভাগেও রুপোর পদক পেল ভারত।

শ্যুটিংয়ে ৫০ মিটার ট্র্যাপ বিভাগে কুয়েতের প্রতিপক্ষকে হারিয়ে সোনা জয় করলেন ভারতের কিনান চেনাই, জোরাবর সিং এবং পৃথ্বীরাজ টোন্ডাইমানরা। চলতি এশিয়ান গেমসে ভারত একাদশতম সোনা পেল। শ্যুটিংয়ের পুরুষদের ৫০ মিটার ট্র্যাপ বিভাগে সোনার পাশাপাশি মহিলাদের ট্র্যাপ টিম ফাইনালে চীনের কাছে হেরে দ্বিতীয় স্থান পেয়েছে। ভারতের মহিলা দল জিতেছে রুপো।

গলফে ইতিহাস গড়েছেন ভারতের অদিতি অশোক। প্রথম ভারতীয় গলফার হিসাবে এশিয়াডে রুপো পেলেন অদিতি। রবিবার সকালেই পদকের হ্যাটট্রিক করল ভারত। শ্যুটিংয়ে এ যাবৎ ৮টি সোনা এসেছে ভারতের। এশিয়ান গেমসের পদক তালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছে ভারত। এখনও পর্যন্ত ১১টি সোনা, ১৬টি রূপো এবং ১৪টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় খেলোয়াড়রা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen