চিত্তরঞ্জন সেবাসদনে করোনার থাবা, সহকারী সুপার-চিকিৎসক সহ ৩৬ জন আক্রান্ত

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, তারাও গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখছে।

January 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

হাজরার চিত্তরঞ্জন সেবাসদনে করোনার থাবা। হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার এবং চিকিৎসক মিলিয়ে মোট ৩৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। চিত্তরঞ্জন সেবাসদন ছাড়াও ক্যালকাটা ন্যাশনাল মে়ডিক্যাল কলেজ হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসকের সংক্রমিত হওয়ার খবর মিলেছে।

চিত্তরঞ্জনে এখনও পর্যন্ত যে ৩৬ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে দু’জন সহকারী সুপার রয়েছেন। রয়েছেন তিন জন স্বাস্থ্যকর্মী, এক জন অফিস স্টাফ। অধ্যক্ষ আশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই হাসপাতালে এখনও পর্যন্ত ৩০ জন চিকিৎসক কোভিডে আক্রান্ত। তাঁদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকিরা সবাই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন।

করোনার থাবা ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও। ওই হাসপাতালে অধ্যক্ষ-সহ বেশ কয়েক জন চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। এ বিষয়টি স্বাস্থ্য দফতরকেও জানানো হয়েছে। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছিলেন মেডিক্যালের অধ্যক্ষ অজয় রায়। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। এর পরই রবিবার হাসপাতালের কয়েক জন চিকিৎসকের শরীরে করোনা ধরা পড়ে। কর্তৃপক্ষের আশঙ্কা, এই সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে। কারণ, বেশ কয়েক জন চিকিৎসক এবং বিভাগীয় প্রধানের কোভিড রিপোর্ট সোমবার আসার কথা রয়েছে। সূত্রের খবর, রবিবারে ওই হাসপাতালে যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁরা বাড়িতে নিভৃতবাসে রয়েছেন এখন।

তবে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এর জন্য হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় কোনও বাধা তৈরি হবে না। স্বাভাবিক নিয়মে পরিষেবা বজায় রাখতে স্বাস্থ্য ভবন থেকে পরামর্শ চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, তারাও গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen