অন্ধ্রপ্রদেশের কাশিবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৯

November 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: আবারও পদপিষ্টের ঘটনা। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কাশিবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Venkateswara Swamy Temple) পদপিষ্টের ঘটনা ঘটল। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, শনিবার একাদশীতে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বিশেষ পুজো চলছিল। বহু ভক্ত এসেছিলেন পুজো দিতে। ভিড় বাড়তেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। হুড়োহুড়িতে মাটিতে পড়ে যান বেশ কয়েকজন। ধাক্কাধাক্কি শুরু হয়, ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ায়। একসঙ্গে অনেকে বেরোনোর চেষ্টা করেন। আরও হুড়োহুড়ি পড়ে যায়, পদপিষ্টের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি নিজের X হ্যান্ডলে লেখেন, ‘‘শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে একাধিক ভক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের যাতে যথাযথ চিকিৎসা হয়, তার জন্য আমি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen