বিশ্বকাপারকে সই করিয়ে বড় চমক দিল এটিকে মোহনবাগান

এশীয় কোটার বিদেশি হিসাবেই যোগ দিচ্ছেন পেত্রাতোস।

July 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: ESPN

ময়দানে দল বদলের বাজারে বড় চমক দিল এটিকে মোহনবাগান। এবার বিশ্বকাপারকে সই করাল তারা। ওই বিশ্বকাপারের নাম দিমিত্রি পেত্রাতোসকে। তিনি রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ছিলেন। অস্ট্রেলিয়র ঘরোয়া লিগে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে খেলতেন তিনি।


রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস এই মরসুমে দল ছেড়েছেন। তাঁদের বদলি হিসেবেই পেত্রাতোসকে সই করাল সবুজ-মেরুন দল। যিনি ফরোয়ার্ড ছাড়াও আক্রমণাত্মক হিসাবে খেলতে পারবেন, এমন একজন ফুটবারের খোঁজ করছিলেন সবুজ-মেরুন দলের কোচ জুয়ান ফেরান্দো। পেত্রাতোস সেরকমই একজন ফুটবলার বলে দাবি ফেরান্দোর। এশীয় কোটার বিদেশি হিসাবেই যোগ দিচ্ছেন পেত্রাতোস। তাঁকে সই করানোর ফলে ছয় বিদেশির কোটা পূরণ হয়ে গেল এটিকে মোহনবাগানের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen