Kargil Veteran: কার্গিল যুদ্ধের সৈনিকের বাড়িতে বিজেপি-পন্থীদের হামলা

গত শনিবার রাতে ৩০-৪০জনের একটি দল পুলিশ-সহ তাঁদের বাড়িতে ঢুকে দেশের নাগরিকত্ব প্রমাণ করার জন্য দলিলপত্র দেখাতে বাধ্য করে।

July 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৮: পুণের (Pune) চন্দন নগরে (Chandan Nagar) ১৯৯৯ সালের কর্গিল যুদ্ধের (Kargil War) ভারতীয় সেনার সৈনিক হাকিমুদ্দিন শেখের (Hakimuddin Shaikh) পরিবারের ওপর জুলুমবাজি করার অভিযোগ উঠেছে বিজেপিপন্থীদের বিরুদ্ধে। গত শনিবার রাতে ৩০-৪০জনের একটি দল পুলিশ-সহ তাঁদের বাড়িতে ঢুকে দেশের নাগরিকত্ব প্রমাণ করার জন্য দলিলপত্র দেখাতে বাধ্য করে।

হাকিমুদ্দিন শেখ, যিনি কর্গিল যুদ্ধে লড়েছিলেন, জানান, ওই দলটি তাদের বাড়িতে এসে সমস্ত কাগজপত্র (documents) চায় এবং রাতের অন্ধকারে পরিবারের পুরুষ সদস্যদের থানায় নিয়ে যায়।

শেখের বক্তব্য, “ওই দলটি ‘জয় শ্রী রাম’ (Jai Shree Ram) স্লোগান দিতে থাকে এবং আমাদের থানায় যেতে বাধ্য করে। সেখানে উপস্থিত দুই পুলিশকর্মী সাদা পোশাকে ছিলেন কিন্তু তারা কোনো হস্তক্ষেপ করেননি।”

উল্লেখ্য, শেখের পরিবারের একাধিক সদস্য ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবারটি সামাজিক কর্মী রাহুল দামবালের সাহায্য নেয়, যিনি তাঁদের একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সাথে যোগাযোগ করিয়ে দেন।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, দেশের জন্য জীবন বাজি রাখা একজন সৈনিকের পরিবারের সাথে এমন আচরণ কী ভাবে সম্ভব? শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য এই অত্যাচার সহ্য করতে হবে একজন ভারতীয় বীর সৈনিককে? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen