অস্ট্রেলিয়ার ভিজিট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন বাংলার এই সাংসদ

সূত্রের খবর, স্পেশাল ভিজিট প্রোগ্রামে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সপ্তাহব্যপী  হতে পারে সেই সফর। 

August 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েকদিন আগেই আমেরিকা থেকে ফিরেছেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।  এবার অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ পেলেন তিনি।  সূত্রের খবর, স্পেশাল ভিজিট প্রোগ্রামে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সপ্তাহব্যপী  হতে পারে সেই সফর। 

তবে উল্লেখযোগ্য বিষয় হল সেই সফরে অভিষেকের যাতায়াত, থাকা, খাওয়া সব দায়িত্ব নেবে অস্ট্রেলিয়ার সরকার। এ নিয়ে সম্প্রতি দিল্লির অস্ট্রেলীয় দূতাবাস তাঁকে চিঠি পাঠিয়েছে।  

বাংলার এই সাংসদ কবে বিদেশে যাবেন? এ বিষয়ে এখনও পর্যন্ত  চূড়ান্ত দিনক্ষণ জানা যায় নি। জানা গিয়েছে, বিশেষ এক প্রকল্পের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হচ্ছে, সেখানে অস্ট্রেলিয়ার একাধিক নেতা, শিল্পপতি সহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen