JNU-তে মোদী-শাহ বিরোধী স্লোগান রুখতে কড়া ফরমান জারি কর্তৃপক্ষের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে আপত্তিকর স্লোগান নিয়ে কড়া অবস্থান নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ক্যাম্পাসে এই ধরনের স্লোগান এবং দেশ-বিরোধী কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই ঘটনায় জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন।
ঘটনার সূত্রপাত সোমবার। ২০২০ সালের দিল্লি দাঙ্গার অন্যতম অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন সুপ্রিম কোর্ট (Supreme Court) খারিজ করে দেয়। শীর্ষ আদালত পর্যবেক্ষণ করে যে, দাঙ্গার ষড়যন্ত্র ও সংঘটনের ক্ষেত্রে এঁদের কেন্দ্রীয় ভূমিকা ছিল। আদালতের এই রায়ের পরেই সোমবার সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন একদল পড়ুয়া। সেই বিক্ষোভ মিছিল থেকেই স্লোগান ওঠে, ‘জেএনইউ কি ধরতি পর মোদী-শাহ কি কবর খুদেগি’ (জেএনইউ-এর মাটিতেই মোদী -শাহের কবর খোঁড়া হবে)। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা নিয়ে দানা বাঁধে তীব্র বিতর্ক।
এই পরিস্থিতিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে তাদের অফিশিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘‘জেএনইউ ক্যাম্পাসে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনও রকম স্লোগান তোলা যাবে না। যে সমস্ত ছাত্রছাত্রীরা এধরনের স্লোগান দেবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’’
The Jawaharlal Nehru University administration has vowed the strictest action against students found raising objectionable slogans against Hon’ble Prime Minister and Hon’ble Home Minister. An FIR has already been lodged in the matter. @PMOIndia @HMOIndia @EduMinOfIndia
1/3— Jawaharlal Nehru University (JNU) (@JNU_official_50) January 6, 2026
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও স্পষ্ট করে জানিয়েছে, শিক্ষাঙ্গন উদ্ভাবন ও নতুন ধারণার কেন্দ্র, ঘৃণা ছড়ানোর জায়গা নয়। বাক স্বাধীনতার নামে ক্যাম্পাসে কোনও হিংসা, বেআইনি এবং দেশ-বিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং দোষী প্রমাণিত হলে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হতে পারে।
Universities are centres for innovation and new ideas, and they cannot be permitted to be converted into laboratories of hate. Freedom of speech and expression is a fundamental right. @rashtrapatibhvn @VPIndia @PMOIndia @HMOIndia @EduMinOfIndia
2/3 https://t.co/UUcMY8iDeP— Jawaharlal Nehru University (JNU) (@JNU_official_50) January 6, 2026
But any form of violence, unlawful conduct or anti-national activity will not be tolerated under any circumstances.
Students involved in this incident will also face disciplinary measures including immediate suspension, expulsion and permanent debarment from the University.— Jawaharlal Nehru University (JNU) (@JNU_official_50) January 6, 2026