নাড্ডার সামনেই বিজেপি কর্মীদের হাতে প্রহৃৎ অটোচালক? চাঞ্চল্যকর ভিডিও সামনে এল

, বিনা দোষে তাঁরই সামনে তাঁর দলের সমর্থকরা অটো ড্রাইভারদের ধরে মেরে রক্তাক্ত করল। চুপ থাকলেন নাড্ডা।

December 10, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ জেপি নাড্ডার (J P Nadda) বহু গাড়ি বিশিষ্ট কনভয় প্রায় ঝড়ের গতিতে ধুলো উড়িয়ে ডায়মন্ড হারবার (Diamond Harbour) পৌঁছনোর সময়, বিনা দোষে তাঁরই সামনে তাঁর দলের সমর্থকরা অটো ড্রাইভারদের ধরে মেরে রক্তাক্ত করল। চুপ থাকলেন নাড্ডা।

এদিন বিজেপি (BJP) অভিযোগ করে, জে পি নাড্ডার গাড়ি শিরাকোল মোড়ের কাছে দিয়ে যাওয়ার সময় কৃষি বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে কিছু মানুষ সেই গাড়ি লক্ষ্য করে ইট, লাঠি ছোড়েন৷ এর পর একাধিক গাড়ি ভাঙা হয়৷ বিজেপি সমর্থকদের নিয়ে যাওয়া একটি বাসও ভাঙা হয়৷

তবে সূ্ত্রের খবর, এ দিন প্রথমে রাস্তার পাশ থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন মানুষ৷ কিন্তু সেখান দিয়ে যাওয়ার সময় বিজেপি নেতা রাকেশ সিং তৃণমূলের মঞ্চের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু অঙ্গভঙ্গি করেন৷ তার পরেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷

তৃণমূল (Trinamool) – এর অভিযোগ অভিযোগ, ডায়মন্ড হারবারে গিয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছেন জে পি নাড্ডা৷ তাহলে কি বিনা দোষে অটো ড্রাইভারকে মারাটাও বিজেপির শান্ত পরিবেশকে উত্তপ্ত করার ‘স্ট্যাটিজি’- ই ছিল?

দেখুন ভিডিও

ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেছে, নাড্ডার সফরে যা ঘটেছে তা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। মুখ্যমন্ত্রীও নাড্ডার গাড়িতে আক্রমণের ঘটনাকে বিজেপির পূর্ব পরিকল্পিত বলে উড়িয়ে দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen