নতুন সিনেমায় জুটি বাঁধছেন আয়ুষ্মান ও বাণী

এই প্রথম বাণী-আয়ুষ্মান জুটি দর্শকদের সামনে আসতে চলেছে।

August 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কিছুদিন আগেই জানা গিয়েছিল যে, পরিচালক অভিষেক কাপুরের নতুন ছবিতে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। বিগত কয়েকদিন আয়ুষ্মানের বিপরীতে নায়িকার খোঁজ চলছিল জোরকদমে। এবারে ছবির জন্য নায়িকার সন্ধানও পেয়ে গেলেন অভিষেক। এই ছবিতে দেখা যাবে বাণী কাপুরকে।

‘রক অন’, ‘কাই পো চে’ ও ‘কেদারনাথ’ খ্যাত অভিষেকের এই ছবি হতে চলেছে আধুনিক প্রেমের গল্প। ছবিতে বাণীকে নেওয়ার প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, ‘বেফিকরে ছবিতে বাণীর অভিনয় আমার নজর কাড়ে। আর আমার মনে হয় আয়ুষ্মান ও বাণীর জুটি দর্শকদের জন্য একটা নতুন চমক হতে চলেছে।’ এই প্রথম বাণী-আয়ুষ্মান জুটি দর্শকদের সামনে আসতে চলেছে। নায়িকা এই বিষয়ে যথেষ্ট উত্তেজিত। বাণীর কথায়, ‘এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা আয়ুষ্মান। আর আমাদের দু’জনের প্রথম ছবির বিষয়বস্তু প্রেমকাহিনী হওয়ায় আমি আরও বেশি খুশি।’ অন্যদিকে অভিষেক সম্পর্কে বাণীর বক্তব্য, ‘ছবির গল্পটা একদম অন্যরকম। আমি শুরু থেকেই অভিষেকের সঙ্গে কাজ করতে চাইতাম। এবার সুযোগটা আর হাতছাড়া করতে চাইনি।’

এই ছবিতে একজন অ্যাথলিটের চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান। আর সেইজন্য তাঁকে চরিত্রের প্রয়োজনে অনেকটা পরিশ্রম করতে হবে। কঠিন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এই ছবি নিয়ে আয়ুষ্মান আগে বলেছিলেন, ‘আমি খুবই উত্তেজিত। ছবিটা আমাকে একটা নতুন অবতারে দর্শকদের সামনে হাজির করবে। এই নতুন অভিজ্ঞতার জন্য আমি প্রস্তুত। পাশপাশি দর্শকরা আমাকে এইভাবে দেখে কী প্রতিক্রিয়া জানান সেটাও জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে, শ্যুটিং শুরু হবে আগামী অক্টোবরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen