আসানসোল বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন বাবুল ঘনিষ্ঠ জেলা সম্পাদক

এবার তিনি এদিন প্রকাশ্যে বিজেপি ছাড়ার এবং রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা করলেন।

October 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পরাজয় কী মারাত্নক। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে পরাজয়ের পর থেকে বাংলায় বিজেপি নেতাদের আর দেখা মিলছে না। জেলা স্তরের নেতারাও রাজ্য নেতাদের নাগাল পাচ্ছেন না। তার ফলে একের পর এক নেতা বিজেপি ছাড়ছেন।

এবারে দল ছাড়লেন আসানসোল জেলা বিজেপির নেত্রী সুধা দেবী। সমাজকর্মী তথা ব্যবসায়ী হিসাবে পরিচিত সুধা দেবীর বিজেপিতে মোহভঙ্গ হয়েছে। বাবুল সুপ্রিয়র অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত বিজেপি নেত্রী সুধা দেবী বিজেপির জেলা সম্পাদক ও দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন গত ৩০ জুন । সেই সময় সুধা দেবী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছিলেন যে আমি সুধা দেবী বিজেপির আসানসোল জেলা সম্পাদক ও ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের পদ ছাড়ছি। আমি শুধু আসানসোল জেলায় বিজেপি কর্মী হিসেবে থাকতে চাই।

কিন্তু এবার তিনি এদিন প্রকাশ্যে বিজেপি ছাড়ার এবং রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা করলেন। এদিন তিনি বলেন, আপাতত আমি ও আমার পরিবার ব্যবসার দিকে মনোনিবেশ করতে চাই। তিনি আরো বলেন, আমি আগের মতোই সমাজের অভাবীদের সেবা করার কাজ চালিয়ে যাবে। এর জন্য রাজনীতি করার দরকার নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen