নেটফ্লিক্সে বাংলার অ্যানিমেশন বিপ্লব! সেরা শোয়ের শীর্ষে উজান গাঙ্গুলির ‘কুরুক্ষেত্র’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৩৫: নেটফ্লিক্সে (netflix india) মুক্তি পেয়েই ঝড় তুলেছে বাংলা নির্মিত অ্যানিমেশন সিরিজ ‘কুরুক্ষেত্র’। পরিচালক উজান গাঙ্গুলির নির্দেশনায় তৈরি এই আঠারো পর্বের সিরিজটি বর্তমানে ভারতের স্ট্রিমিং তালিকায় শীর্ষস্থান দখল করেছে। কলকাতার হাই-টেক অ্যানিমেশন স্টুডিওতে নির্মিত এই সিরিজে প্রায় পাঁচশো কর্মীর নিরলস পরিশ্রম জড়িয়ে রয়েছে, যার প্রতিটি ধাপে রয়েছে বাঙালির ছোঁয়া।
সিরিজের বিশেষত্ব হল, এতে কোনও তারকা ভয়েস ওভার নেই। কেবলমাত্র প্রারম্ভিক অংশে গুলজারের কণ্ঠে শোনা যায় একটি সংক্ষিপ্ত ভূমিকা। বাকি চরিত্রগুলোর কণ্ঠ দিয়েছেন দক্ষ কিন্তু অপেক্ষাকৃত অচেনা শিল্পীরা। গুলজার নিজে চিত্রনাট্য খুঁটিয়ে পড়ে প্রশংসা করেছেন উজানের লেখনীকে। এমনকি পরিচালক কৌশিক গাঙ্গুলিও ছেলের সাফল্যে উচ্ছ্বসিত, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মাটিতে পা থাকুক, বেটু। শুধু মনে রেখো, গুলজারজি কী লিখেছেন: ‘নীচে ভূমি, উপর নক্ষত্র। এটা কুরুক্ষেত্র, এটা কুরুক্ষেত্র!’ তোমার এবং হাই-টেক অ্যানিমেশনের সবার জন্য আমি গর্বিত!”
‘কুরুক্ষেত্র’ (kurukshetra) সিরিজটি মহাভারতের আঠারো দিনের যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হলেও, এর প্রতিটি পর্বে একেকজন বীরের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। যুদ্ধের আগে-পরে, নৈতিক দ্বন্দ্ব, আত্মীয়বিরোধ, শলা-পরামর্শ- সব মিলিয়ে এক গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণই সিরিজটিকে আলাদা মাত্রা দিয়েছে।
গত সপ্তাহে সিরিজটি মুক্তি পাওয়ার পর মাত্র সাত দিনের মধ্যেই এটি ভারতের নেটফ্লিক্সে সবচেয়ে জনপ্রিয় শো হয়ে উঠেছে। এই অভাবনীয় সাফল্য নির্মাতাদের পরবর্তী সিজনের পরিকল্পনায় উৎসাহ জোগাচ্ছে। বাংলা ভাষা ও সংস্কৃতির গর্ব হিসেবে ‘কুরুক্ষেত্র’ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এক নতুন পরিচয় গড়ে তুলছে।