বিদেশ ভ্রমণে লাল সংকেত! ভারতীয়দের জন্য পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ করল বাংলাদেশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১০: ভারতীয় পর্যটকদের জন্য আপাতত পুরোপুরি দরজা বন্ধ করল বাংলাদেশ (Bangladesh)। বুধবার থেকেই ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা (Visa) দেওয়া বন্ধ করে দিয়েছে ঢাকা (Dhaka)। বিদেশমন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিচারে ভারতীয় নাগরিকদের ‘নিরাপত্তা’ সংক্রান্ত উদ্বেগের কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী অন্তত দু’মাস বাংলাদেশ ভ্রমণের আর কোনও সুযোগ থাকছে না ভারতীয়দের সামনে।
দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া আগেই বন্ধ করা হয়েছিল। একমাত্র ভরসা ছিল কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। বুধবার থেকে সেখান থেকেও পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় গোটা ভারত থেকেই আপাতত বাংলাদেশে বেড়াতে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল। যদিও এই বিষয়ে বাংলাদেশ দূতাবাসের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
তবে স্বস্তির খবর হলো, পর্যটক ভিসা বন্ধ থাকলেও এমপ্লয়মেন্ট ভিসা (চাকরি), বিজ়নেস ভিসা (ব্যবসা) এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য ভিসা পরিষেবা চালু থাকছে। প্রশাসনিক আধিকারিকদের মতে, পর্যটকদের তুলনায় কর্মসংস্থান বা ব্যবসার কাজে যাওয়া ব্যক্তিদের গতিবিধি ও অবস্থানের তথ্য কর্তৃপক্ষের কাছে থাকায় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা অপেক্ষাকৃত সহজ। এ ছাড়া বিশেষ প্রয়োজনে সাধারণ নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়টি দূতাবাসের বিবেচনার ওপর নির্ভর করবে।
কূটনৈতিক মহলের মতে, ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। তার ওপর আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় ভারতীয় পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করছে ঢাকা। তাই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত পর্যটক ভিসা পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই।