অন্তঃসত্ত্বা সোনালিকে ভারতে প্রত্যাবর্তনের নির্দেশ বাংলাদেশের: BJP-র নিশানায় দরিদ্র বাঙালিরা, তোপ তৃণমূল সাংসদের

October 10, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:৪৭: বাংলাদেশে বন্দি বাংলার সোনালি খাতুনকে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাই কোর্ট (Bangladesh High Court)। কলকাতা হাই কোর্ট আগেই কেন্দ্রকে সোনালি খাতুন-সহ ছয়জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল। এবার বাংলাদেশ হাই কোর্ট ভারতীয় হাই কমিশনকে নোটিস পাঠিয়েছে তাঁদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে।

এই খবর সামনে আসতেই বিজেপিকে (BJP) একহাত নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম (Samirul Islam)। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমাদের দেশ যাদের বাংলাদেশি বলে প্রমাণ করার চেষ্টা করেছিল তাঁরা যে এদেশেরই নাগরিক তা প্রমাণিত। ওদের শীঘ্রই ভারতে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাই কোর্ট। বিজেপি যে বাংলা বিরোধী, ওরা যে দরিদ্রদের ভালোবাসে না। তাঁদের পাশে দাঁড়ায় ফের তা প্রমাণিত।”

তিনি আরও লেখেন, “ফের প্রমাণিত যে দরিদ্র বাঙালিরাই বাংলা বিরোধী বিজেপির নিশানায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ওই অত্যাচারিতদের পাশে দাঁড়িয়েছেন, তা বাংলার মানবিক চেহারারই প্রতিচ্ছবি। এই আচরণ আমরা সহ্য করব না।”

প্রসঙ্গত, কয়েক মাস আগে বীরভূমের মুরারইয়ের পাইকর গ্রামের দানিশ শেখ, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনালি বিবি (Sonali Bibi) ও পাঁচ বছরের ছেলেসহ ছয়জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ১৮ জুন দিল্লির রোহিনী জেলার কেএন কাটজু থানার পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করেছিল। পরে পরিবার দাবি করে, ওই দিনই তাঁদের বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে মামলা হলে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) কেন্দ্রকে নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে সোনালি বিবিদের দেশে ফিরিয়ে আনতে হবে। কেন্দ্রের পক্ষ থেকে সেই নির্দেশে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। এর মধ্যেই বাংলাদেশ হাই কোর্টের এই নতুন নির্দেশে বিষয়টি ফের আলোচনায় এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen