বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা বৈঠক নবান্নে, কী ব্যবস্থা রাজ্যে?

হাসিনা সরকারের পতন হয়েছে।

August 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা বৈঠক নবান্নে, কী ব্যবস্থা রাজ্যে?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হাসিনা সরকারের পতন হয়েছে। উত্তাল শেখ মুজিবের দেশ, মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠক হল নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিবকে নিয়ে বৈঠক করেন। সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন মমতা। সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রতি মুহূর্তের রিপোর্ট পাওয়া নিয়ে পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশের অস্থিরতার জেরে ভারত-বাংলা সীমান্তে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির সীমান্তে বাংলাদেশের দিকে শুরু হয়েছে জনরোষ। সীমান্তের ওপারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা৷ অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে সীমান্তে। ভারতীয় সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। বিএসএফ-এর ডিজি দিলজিত সিং চৌধুরী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সীমান্ত বন্ধ থাকায় পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন।

হাই অ্যালার্ট জারি রয়েছে বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশ সীমান্ত সিল করেছে বিএসএফ। সুন্দরবন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্তে অতিরিক্ত সংখ্যক জওয়ান ও আধিকারিক মোতায়েন করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen