নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলবে না বাংলাদেশ? চাপের মুখে অবস্থান বদল বিসিবির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৬: টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে বিতর্কে জড়াল। ২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বিসিবি জানিয়েছে, তারা বর্তমান পরিস্থিতিতে ভারতে এসে ম্যাচ খেলতে আগ্রহী নয়। সেই কারণেই ম্যাচের ভেন্যু পরিবর্তনের আর্জি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ বোর্ড।
বিসিবির প্রস্তাব, ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হোক। তবে এই দাবিতে আইসিসি যে সহজে সায় দেবে না, তা প্রায় স্পষ্ট। বিসিবি সূত্রে জানা গিয়েছে, আইসিসির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় আইসিসির বর্তমান অবস্থানও বোর্ডকে জানানো হয়েছে। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা হতে পারে—এই ‘চরম বার্তা’ আইসিসির তরফে দেওয়া হয়েছে। কিন্তু সেই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিসিবি।
বাংলাদেশ বোর্ডের বক্তব্য, তারা কোনও সংঘাত নয়, বরং আইসিসির সঙ্গে পেশাদার ও গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছতে চায়। একই সঙ্গে ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। শুরুতে যে কড়া অবস্থান নেওয়া হয়েছিল, সেখান থেকে কিছুটা সরে এসে এখন আলোচনার পথেই হাঁটতে চাইছে বিসিবি।
প্রসঙ্গত, সূচি অনুযায়ী বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলি হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মধ্যেই বিসিবির এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। এখন দেখার, আইসিসি চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ কোন পথে এগোয়।