করোনার প্রকোপ খুব সহজেই পড়তে পারে অ্যাজমা রোগীদের ওপর

করোনা তার করাল থাবা বসিয়েছে গোটা বিশ্বে। দিন দিন বেড়েই চলেছে মৃত্যু মিছিল। স্টেজ-৩ তে এর দাপট আরো বাড়বে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফুসফুস বা শ্বাসনালিতে যে কোনও সংক্রমণ হওয়ার আগেই তা প্রথমে বাসা বাধে শ্বাসনালী র উপরেরে অংশে। এর ফলে গলা ব্যথা, কাশি হতে পারে। প্রচুর মিউকাস বেরোতে পারে, গলার স্বর বসে যেতে পারে।

April 24, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা তার করাল থাবা বসিয়েছে গোটা বিশ্বে। দিন দিন বেড়েই চলেছে মৃত্যু মিছিল। স্টেজ-৩ তে এর দাপট আরো বাড়বে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফুসফুস বা শ্বাসনালিতে যে কোনও সংক্রমণ হওয়ার আগেই তা প্রথমে বাসা বাধে শ্বাসনালী র উপরেরে অংশে। এর ফলে গলা ব্যথা, কাশি হতে পারে। প্রচুর মিউকাস বেরোতে পারে, গলার স্বর বসে যেতে পারে। 

তবে ফুসফুস অবধি পৌছে গেলেই তা প্রানঘাতী হয়ে ওঠে। তখন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। সমস্যা দেখা দেয় শরীরে রক্ত সঞ্চালনে। তাই ভেন্টলেশনে রেখে রোগীর শরীরে তখন অক্সিজেন দিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টা চালানো হয়। এতে অনেক সময় নিউমোনিয়া হওয়ার ও সম্ভাবনা থেকে যায়। 

করোনা আক্রান্ত ব্যক্তি প্রথমে জ্বর, সর্দি, কাশিতে ভোগেন। কিছুদিন পর শুরু হয় শ্বাসকষ্ট। অল্প বয়স্কদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা কম। তবে কারোর যদি অ্যাজমা বা সিওপিডি থাকে তাহলে তার আক্রান্ত হওয়ার সম্ভবনা খুব বেশি। তাই তাদের শরীরে কোন রকম সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen