অভিষেকের সফরের আগেই ধুন্ধুমার নন্দীগ্রাম! ‘সেবাশ্রয়’-র প্রচারে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

January 14, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: ফের ধুন্ধুমার নন্দীগ্রাম। আগামিকাল, বৃহস্পতিবার নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার ঠিক আগেই বুধবার সকালে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম (Nandigram)। ক্যাম্পের প্রচারমূলক ফ্লেক্স ও ব্যানার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের রামচক ২১ নম্বর বুথ এলাকায়। অভিযোগ, এদিন সকালে স্থানীয় বিজেপি কর্মী দীপঙ্কর জানা ও তাঁর সঙ্গীরা তৃণমূল (TMC) কর্মীদের ফ্লেক্স টাঙাতে বাধা দেয়। বচসা গড়ায় হাতাহাতিতে। হামলায় নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের কোর কমিটির সদস্য মনোজকুমার সামন্তের মাথা ফেটে যায়। তাঁকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ছিঁড়ে দেওয়া হয় প্রচারের ব্যানারও।

উল্লেখ্য, বৃহস্পতিবার জমি আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের হাতে উদ্বোধন হতে চলেছে এই দুটি স্বাস্থ্য শিবিরের। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলা এই ক্যাম্প দুটিতে বৃহস্পতিবার দুপুরেই উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমন হাইভোল্টেজ সফরের আগে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই আক্রান্তদের তরফে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen