২০০ থেকে ৭৭এর পর, পুরসভায় মাত্র ১০ ওয়ার্ডে জয় পেতে চায় বঙ্গবিজেপি

সোমবার আইসিসিআর-এ কলকাতা জেলা বিজেপি-র প্রার্থী ও সংগঠকদের জন্য বৈঠক করেন শুভেন্দু অধিকারী৷

December 7, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

 ছোট লাল বাড়ি দখলের স্বপ্ন দূর অস্ত৷ বরং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কলকাতার পুরভোটে দলকে টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ বিরোধী দলনেতার পরামর্শ, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে অন্তত দশটিতে জয় নিশ্চিত করতেই হবে বিজেপি-কে (BJP)৷ তার জন্য প্রয়োজনে তিনি নিজে মাঠে নেমে ঝাঁপাবেন বলেও দলীয় নেতা, কর্মীদের আশ্বস্ত করেছেন শুভেন্দু অধিকারী (Kolkata Municipal Corporation Elections 2021)৷

সোমবার আইসিসিআর-এ কলকাতা জেলা বিজেপি-র প্রার্থী ও সংগঠকদের জন্য বৈঠক করেন শুভেন্দু অধিকারী৷ সেই বৈঠকেই বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বিরোধী দলনেতা৷ তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, পুরভোট নিয়ে রাজ্য বিজেপি নেতারা মুখে যে দাবিই করুন না কেন, বাস্তব পরিস্থিতি বুঝে খুব বেশি আশাবাদী নন তাঁরাও৷

শুভেন্দু অধিকারী এ দিন বলেন, ‘২০১৯- এর লোকসভা ভোটে বিজেপি প্রায় ৫০টা ওয়ার্ডে জিতেছিল। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে আমাদের নিশ্চিত জয়ের জন্য ১০টি ওয়ার্ড টার্গেট করতে হবে। এই দশটি ওয়ার্ডে আমি নিজে নেতা হিসেবে নয়, সাধারণ কর্মীর মতো কাজ করব৷’ কোনও সমস্যায় পড়লে প্রার্থী, কর্মীরা যাতে তাঁকে জানাতে পারেন, সেই জন্য নিজের হোয়্যাটসঅ্যাপ নম্বরও দিয়ে দেন বিরোধী দলনেতা৷

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কী রায় দেয়, তা দেখে রাজ্য নির্বাচন কমিশনে যাবে বিজেপি৷ ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে কমিশনে দরবার করবে তারা৷ যদিও কমিশনে কী হল না হল তা নিয়ে না ভেবে নেতা, কর্মীদের প্রচারে জোর দিতে বলেন শুভেন্দু অধিকারী৷

বিরোধী দলনেতা জানিয়েছেন, আগামী ৮ ডিসেম্বর পুরভোটের জন্য দলীয় ইস্তেহার প্রকাশ করবে বিজেপি৷ ‘মিশন কলকাতা’ নামে বিজেপি-র সেই ইস্তেহার নিয়েও প্রচারের পরামর্শ দেন বিরোধী দলনেতা৷ এমন কি, সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলিতেও হাল না ছাড়ার জন্য দলীয় কর্মীদের পরামর্শ দিয়েছেন শুভেন্দু৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen