গণনার আগেই বিক্ষোভ প্রস্তুতি বিজেপির, হার নিশ্চিত বুঝে গেছে গেরুয়া শিবির?

চার পুরনিগম এলাকায় ভোটগ্রহণের দিনে অশান্তি ছাড়াও ১০৮ পুরসভা নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে অশান্তির অভিযোগে এই কর্মসূচি বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। জেলায় জেলায় দুপুর ২টোর সময় মিছিল বের করারও সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

February 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুরভোটে অশান্তির অভিযোগে সোমবার পথ নামার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। সোমবার যখন বিধাননগর, আসানসোল, চন্দননগর, শিলিগুড়ির ভোটগণনা চলবে তখন জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির। ইতিমধ্যেই সব জেলায় দলীয় নেতৃত্বকে সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে রাজ্য বিজেপি। বলা হয়েছে, সর্বত্র জেলাশাসকের অফিসের সামনে দুপুরে জমায়েত করতে হবে। চার পুরনিগম এলাকায় ভোটগ্রহণের দিনে অশান্তি ছাড়াও ১০৮ পুরসভা নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে অশান্তির অভিযোগে এই কর্মসূচি বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। জেলায় জেলায় দুপুর ২টোর সময় মিছিল বের করারও সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

চার পুরনিগমের ভোটগণনার দিনেই এমন কর্মসূচি কেন? তবে কি বিজেপি আগাম ধরেই নিয়েছে যে এই চার পুরসভায় দল তেমন ফল করতে পারবে না? একটা সময় পর্যন্ত রাজ্য বিজেপি-র আশা ছিল গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে তুলনামূলক শক্তিশালী জায়গায় থাকা শিলিগুড়িতে দল ভাল ফল করতে পারে। কিন্তু এখন যে বিজেপি জোর দিয়ে তেমন দাবি করতে পারছে না, তা স্পষ্ট করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বয়ং। শিলিগুড়িতে বিজেপি বোর্ড গঠন করতে পারবে কি না জানতে চাইলে শনিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমি জ্যোতিষী নই যে, সেটা বলে দেব তবে ফল ভাল হবে।’’

সোমবার ফল যাই হোক জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ সফল করাই এখন বিজেপি-র লক্ষ্য। জানা গিয়েছে, দলের যুব ও মহিলা মোর্চাকেও এই কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen