বিজেপি নেত্রী নূপুরের গ্রেপ্তারের দাবিতে সরব বাংলার মুখ্যমন্ত্রী

বিভিন্ন দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। চাপে পড়ে ​নিজের বিবৃতি প্রত্যাহার করে নিলেও কোনভাবেই বিতর্ক কমছে না। এই পরিস্থিতিতে নূপুরের গ্রেপ্তারের দাবিতে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

June 9, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

নবিকে নিয়ে করা বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে মোদী সরকার। কুয়েত, কাতার, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাহরিন, আরব আমিরশাহী, মলদ্বীপ, জর্ডন, এমনকি আফগানিস্তান এবং পাকিস্তানের মতো একের পর এক দেশ নূপুর শর্মার বক্তব্যের বিরুদ্ধে তীব্রভাবে সরব হয়েছে। বিভিন্ন দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। চাপে পড়ে ​নিজের বিবৃতি প্রত্যাহার করে নিলেও কোনভাবেই বিতর্ক কমছে না। এই পরিস্থিতিতে নূপুরের গ্রেপ্তারের দাবিতে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের গ্রেপ্তারির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটও করেছেন। সেই সঙ্গে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ৯ জুন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, “আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়।”

জনগণের প্রতি শান্তি শৃঙ্খলা রক্ষার আবেদন জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “আমি জোরালোভাবে দাবী করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক।” সেই সঙ্গে তিনি আরও লেখেন, “একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।”

নূপুরের বিতর্কিত মন্তব্য নিয়ে আজ হাওড়া জেলার বেশ কিছু অংশে প্রতিবাদ হয়। এতে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর আর্জি, ”দয়া করে রাস্তা অবরোধ করবেন না। আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করুন। রাস্তা অবরোধ তুলে নিন, মানুষকে ঘরে ফিরতে দিন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen