চেন্নাই সফরে মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা
বাংলার রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তামিলনাড়ু আজই গিয়েছেন মমতা।

বুধবার তামিলনাড়ু পৌঁছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তামিলনাড়ু আজই গিয়েছেন মমতা। চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাসভবনে হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্ট্যালিনের বোন, সাংসদ কানিমোজি, ছেলে উদয়নিধি এবং ডিএমকে নেতা টিআর বালু।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এদিন যৌথভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন স্ট্যালিন এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুজন রাজনৈতিক নেতা যখন একত্রে বসেন সেখানে রাজনীতি নিয়ে আলোচনা তো হবেই। আমাদেরও হয়েছে। উন্নয়ন নিয়েও কথা হয়েছে। তবে আমি মনে করি রাজনীতির চেয়ে উন্নয়ন অনেক বড় জিনিস।”