করোনা মোকাবিলায় তিন কোটি মাস্ক বিলি করার উদ্যোগ রাজ্য সরকারের

প্রতিরোধে আরও তিন কোটি মাস্ক তৈরি করে বিলি করবে রাজ্য সরকার।

June 30, 2020 | 1 min read
Published by: Drishti Bhongi

প্রতিরোধে আরও তিন কোটি মাস্ক তৈরি করে বিলি করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পদপ্তর (এমএসএমই) ইতিমধ্যেই লক্ষ লক্ষ মাস্ক তৈরি করেছে। সেই লক্ষ্যমাত্রার বাইরে গিয়ে বিলি করার জন্য এই মাস্ক তৈরির কর্মসূচি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র দু’কোটি মাস্ক বানাচ্ছে। ওদের থেকে বেশি বানাচ্ছি আমরা। কাদের বিলি করা হবে এই মাস্ক? মমতা বলেন, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলে পড়ুয়াদের মধ্যে মাস্ক বিলি করা হবে। পড়ুয়াদের এই সংখ্যাটা ১ কোটি ১০ লক্ষ। এছাড়াও ১০০ দিনের কাজে যুক্ত মানুষ এবং আশাকর্মীদের বিলি করা হবে এই মাস্ক।

করোনা পর্বে লড়াই চালাতে ইতিমধ্যেই ৬ হাজার ৫০০ কোটি টাকা কোষাগার থেকে খরচ করেছে রাজ্য। পাশাপাশি এই লড়াইয়ে সাধারণের কাছেও সাধ্যমতো সাহায্যের আবেদন জানিয়ে একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, এই তহবিলে ইতিমধ্যেই প্রায় ১৫০ কোটি টাকা সাহায্য করছেন সাধারণ মানুষ। সেই টাকা দিয়েই চিকিৎসা সরঞ্জাম, পরিকাঠামো উন্নয়ন, ভেন্টিলেটর, মাস্ক, স্যানিটাইজার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী কেনা হচ্ছে। জনগণের অর্থ জনগণেরই কাজে লাগানো হচ্ছে। করোনা লড়াই তহবিলের মতোই উম-পুন বিধ্বস্ত এলাকা পুনর্গঠনে রাজ্যবাসীর সাহায্য চেয়ে আরও একটি তহবিল গঠন করা হয়েছে। মমতা জানান, সেই তহবিলে এখনও পর্যন্ত ৪০ কোটি টাকা জমা পড়েছে। তাঁর কথায়, এক টাকাই দিন বা সামর্থ্য অনুযায়ী বেশি টাকা, এই বিপদে যে বা যারা পাশে এসে দাঁড়িয়েছে, তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, সাধারণ মানুষের এই সাহায্যের প্রতিটি পয়সার অডিট হবে। পুরো টাকা অর্থদপ্তরকে দেওয়া হয়েছে। খরচ ওরাই করছে। স্বচ্ছতার সঙ্গে সমস্ত নথিপত্র তৈরি করা হচ্ছে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen