কাঁপছে বাংলা, দক্ষিণের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৪: হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলা। চলতি মরশুমের শীতলতম দিন ছিল মঙ্গলবার। শহরের তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। আজ বুধবার ভোরেও ১০ ডিগ্রির ঘরেই রইল কলকাতার পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই চলবে শীতের ইনিংস। কলকাতা সহ বেশির ভাগ জেলায় ভোরের দিকে কুয়াশার পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান এবং বীরভূমে বৃহস্পতিবার শৈত্যপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্তও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গে কোথাও এখনই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই।
আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও কমতে পারে, বিশেষ করে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় স্বাভাবিকের থেকে ২ থেকে ৬ ডিগ্রি কম থাকতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, যা ২৪ ঘণ্টার মধ্যে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে পারদ স্বাভাবিকের নীচে থাকবে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন জাঁকিয়ে শীত পড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দক্ষিণ এবং উত্তর দিনাজপুরে শৈত্যপ্রবাহের মতো ঠান্ডা থাকবে।
উত্তরে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৮ জানুয়ারি পর্যন্ত ঠান্ডার দাপট থাকবে। সব জেলায় কুয়াশার প্রভাব থাকবে, দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাই কুয়াশাচ্ছন্ন থাকবে। কমবে দৃশ্যমানতা। সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।