‘বাংলার বাড়ি প্রকল্প’-এ এগিয়ে বাংলাই, জানালো কেন্দ্র

শহর এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরি করে পুরদপ্তর। সেই প্রকল্পের নাম ‘বাংলার বাড়ি’

August 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘বাংলার বাড়ি প্রকল্প’- এ দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলা। রাজ্য সরকারকে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকারের নগরোন্নয়ন দপ্তর। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় রাজ্যে ১.৫ লক্ষ বাড়ি তৈরি হয়ে গেছে।

শহর এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরি করে পুরদপ্তর। সেই প্রকল্পের নাম ‘বাংলার বাড়ি’। যাঁদের মাথায় পাকা ছাদ নেই, তাঁরাই এই প্রকল্পে বাড়ি পান। একটি বাড়ি তৈরি করতে খরচ হয় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। যার মধ্যে যে বাড়ি পাচ্ছেন তাঁকে দিতে হয় ২৫ হাজার টাকা। বাকি ৩ লক্ষ ৪৩ হাজার টাকা দেয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ১ লক্ষ ৯৩ হাজার টাকা দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার দেড় লক্ষ টাকা। অর্থাৎ রাজ্যের থেকে কেন্দ্র সরকার কম টাকা দেয়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের বক্তব্য, তাহলে কেন কেন্দ্রীয় প্রকল্পের বোর্ড লাগানো হবে? এই প্রকল্পের কেন্দ্রীয় সরকারের নাম হল, প্রধানমন্ত্রী আবাস যোজনা। রাজ্য সরকার এই প্রকল্পের নাম বদলে লিখেছে, বাংলার বাড়ি।

এ ব্যাপারে রাজ্য সরকারের এক শীর্ষকর্তা বলেন, কেন্দ্রের অধিকাংশ প্রকল্পের নাম প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু হয়। কিন্তু টাকা দেয় অর্ধেকেরও কম। তাহলে প্রধানমন্ত্রীর নাম দিয়ে শুরু হবে কেন? আমাদের রাজ্যে তো সব কিছু বাংলা দিয়ে নাম হয়। কখনও প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী আবাস যোজনা, দেওয়া হয় না। কাউকে বাড়তি ক্রেডিট দেওয়া হয় না। সমস্ত ক্রেডিট দেওয়া হয় বাংলাকে। নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর ইউপিএ আমলের দেওয়া সমস্ত নামকরণকে বদলে দেওয়ার প্রক্রিয়া চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen