কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার নিরিখে রেকর্ড গড়ার পথে ভোটের বাংলা

২০২১ সালে এ রাজ্যের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী এসেছিল ১০৭১ কোম্পানি। লোকসভা ভোটে সেই সংখ্যাও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

May 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার নিরিখে এবারের লোকসভা ভোট রেকর্ড গড়বে বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভেঙে যেতে চলেছে যাবতীয় রেকর্ড, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার নিরিখে এবারের লোকসভা ভোট রেকর্ড গড়বে বাংলা। বাংলার ভোটে এবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সর্বকালীন রেকর্ড গড়তে চলেছে। ২০১৪ সালে বাংলায় মাত্র ৪৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ছিল লোকসভা ভোটের (Loksabha Election 2024) দায়িত্বে। ২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল ৭১০ কোম্পানি। ২০২১ সালে এ রাজ্যের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী এসেছিল ১০৭১ কোম্পানি। লোকসভা ভোটে সেই সংখ্যাও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশন তরফে খবর মিলছে, ষষ্ঠ দফার ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (central forces) থাকতে পারে ১০২০ কোম্পানি। দ্বিতীয় দফার ভোট থেকে লাফিয়ে লাফিয়ে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে বাংলায়, তাতে সপ্তম তথা শেষ দফার ভোটে ১০৭৫ থেকে ১০৮০ কোম্পানিতে গিয়ে দাঁড়াতে পারে সংখ্যা।

ভোট পর্ব শুরুর আগে মোট ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল বাংলার জন্য। জম্মু-কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলায় চাওয়ায়, তখনই বিতর্ক শুরু হয়েছিল। সেই ৯২০ কোম্পানিকে ছাপিয়ে বাড়তি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। দেশের বাকি রাজ্যগুলিতে ভোটপর্ব শেষ হওয়া মাত্রই তড়িঘড়ি বাড়তি কেন্দ্রীয় বাহিনীকে বাংলায় পাঠানো হচ্ছে। প্রতি দফা ভোটের আগে, রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন্দ্রীর বাহিনীর সংখ্যা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen