বাংলার সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন পশ্চিম বর্ধমানের ও নদীয়ার ছেলে-মেয়েরা

প্রসঙ্গত, ছেলেদের প্রতিযোগিতায় ফাইনালে ওঠে পশ্চিম বর্ধমান ও কলকাতা। সেখানে ৯-৮ গোলে কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম বর্ধমান।

February 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলার সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কলকাতায়। এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশন’। দু’দিন ধরে চলা এই প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে পশ্চিম বর্ধমান ও মেয়েদের বিভাগে নদীয়া সেরার শিরোপা পেল।

এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। মোট ১০টি জেলার ছেলে ও মেয়েদের দল অংশ নিয়েছিল প্রতিযোগিতায়। প্রতিটি দলে ১৬ জন করে, অর্থাৎ মোট ৩২০ জন প্লেয়ার ছিল। কোভিডের মধ্যে যাতে এক সঙ্গে বেশি খেলোয়াড় মাঠে না থাকে তার জন্য নকআউট পদ্ধতিতে হয় খেলা।

প্রসঙ্গত, ছেলেদের প্রতিযোগিতায় ফাইনালে ওঠে পশ্চিম বর্ধমান ও কলকাতা। সেখানে ৯-৮ গোলে কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম বর্ধমান। অন্য দিকে মেয়েদের খেলায় ফাইনালে মুখোমুখি হয় কলকাতা ও নদীয়া। ফাইনালে ৫-২ গোলে কলকাতাকে হারায় নদীয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen