করোনা পরীক্ষার লক্ষ্য দিনে ২৫ হাজার বাঁধল রাজ্য

সেইমতো ল্যাবরেটরি এবং পরীক্ষা ব্যবস্থাকে দ্রুত গুছিয়ে নিতে স্বাস্থ্যদপ্তরের কাছে নির্দেশ এসেছে সরকারের সর্বোচ্চ মহল থেকে।

July 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

টেস্ট, টেস্ট আরও টেস্ট। করোনা মোকাবিলায় প্রথম দিনগুলির অব্যর্থ এই ফর্মুলাকেই ফের পাখির চোখ করল রাজ্য। কিছুদিন আগেও রাজ্যের লক্ষ্য ছিল দিনে ১০ হাজার মানুষের করোনা পরীক্ষা। এবার লক্ষ্য নেওয়া হয়েছে আরও অনেকটাই বেশি, দিনে ২৫ হাজার পরীক্ষা। সেইমতো ল্যাবরেটরি এবং পরীক্ষা ব্যবস্থাকে দ্রুত গুছিয়ে নিতে স্বাস্থ্যদপ্তরের কাছে নির্দেশ এসেছে সরকারের সর্বোচ্চ মহল থেকে।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, দিনে এক হাজার করে পরীক্ষা বাড়ানো সহজ নয়। সেটা অনেকের কাছে স্রেফ সংখ্যা মনে হতে পারে। আমাদের কাছে দিনরাতের লড়াই। সেখানে আমাদের লক্ষ্য দিনে এখনকার ১৩-১৪ হাজার পরীক্ষাকে বাড়িয়ে প্রথমে ২০ এবং তারপর ২৫ হাজারে নিয়ে যাওয়া। রোগ গোপন নয়, প্রচুর পরীক্ষা করে পজিটিভ রোগীদের ত্রিস্তরীয় পরিষেবায় নিয়ে যাওয়া এবং মৃত্যু কমানোই লক্ষ্য।

এখন কথা হল, করোনার এই ত্রিস্তরীয় পরিষেবা ব্যবস্থাটি আসলে কী? বিশেষজ্ঞ কমিটির এক সদস্য বলেন, এর প্রথম ধাপে আছে মৃদু এবং উপসর্গহীন পজিটিভ রোগীদের বাড়িতে নিয়মের মধ্যে রাখা। দ্বিতীয় ধাপে রয়েছে সেফ হোমে চিকিৎসা। যেখানে চিকিৎসকরা এসে মাঝেমধ্যে দেখে যাবেন। তৃতীয় স্তরে রয়েছে হাসপাতাল। মাঝারি থেকে জটিল অবস্থার করোনা রোগীদেরই শুধু হাসপাতালে রেখে চিকিৎসা হবে।

এদিকে রাজ্যে করোনা রোগীর সংখ্যা বাড়ছে শয্যাসংখ্যার সঙ্গে প্রায় তাল মিলিয়ে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা শয্যার সংখ্যা কিছুদিন আগেই ৫০০ থেকে বাড়িয়ে ৬৬৬ করা হয়েছিল। রবিবার রাত পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, তার মধ্যে মাত্র ৩৩টি শয্যা খালি রয়েছে। সেগুলিও যে কোনও সময় ভর্তি হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen