‘গোটা দেশ ঝুঁকলেও বাংলা প্রতিরোধ করবে’, দিল্লিতে তৃণমূলের অবস্থানে পুলিশি বাধার প্রতিবাদে সরব অভিষেক

January 9, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১০: আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার প্রতিবাদ শুক্র সকালে পৌঁছে গিয়েছিল দিল্লিতে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তরের সামনে ধরনায় বসেন তৃণমূল সাংসদরা। ধরনায় বসেছিলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, বাপি হালদার, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ, শর্মিলা সরকাররা। শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দিল্লি দিল পুলিশ। তৃণমূল সাংসদদের কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল পুলিশ। টেনে হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলা হয়। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। পড়ে যান রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠলে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন:

 

X পোস্টে মোদী সরকার ও বিজেপিকে নিশানা করে অভিষেক লিখছেন, ‘‘গণতন্ত্রকে শাস্তি দেওয়া হচ্ছে। অপরাধীদের পুরস্কার দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। নির্বাচনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিবাদীদের জেলে পাঠানো হচ্ছে। ধর্ষকদের জামিন দেওয়া হচ্ছে। এটাই বিজেপির নতুন ভারত।’’ তৃণমূলের সেনাপতি আরও লিখছেন, ‘‘গোটা দেশ (বিজেপির) আত্মসমর্পণ করলেও বাংলা প্রতিরোধ দেখাবে। আমরা লড়াই করব। আপনাদের পরাজিত করব। যত খুশি শক্তি প্রয়োগ করা হোক।’’

 


উল্লেখ্য, বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীকের বাড়ি ও দপ্তরে তল্লাশি অভিযান চালায় ইডি। ঘটনাস্থলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রণংদেহী মেজাজে শাহকে ‘মোস্ট ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে ইডি হানার মূল উদ্দেশ্য তৃণমূলের যাবতীয় গোপন নথি হাতিয়ে নেওয়া। দলের প্রার্থী তালিকা চুরি করতেই প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে ইডি, এমনই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি। ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না! আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন! আমি প্রতীককে ফোন করেছিলাম। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’’ দিল্লিতে ইডি হানার প্রতিবাদ কর্মসূচিতে আক্রান্ত হলেন তৃণমূলের সাংসদেরা। মহিলা ডেরেক পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen