Weather Update: মকর সংক্রান্তিতে কাঁপবে বাংলা, আরও এক সপ্তাহ জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস রাজ্যজুড়ে

January 11, 2026 | < 1 min read
Published by: Raj

 

Image: Tripoto

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পৌষের শেষে ফের শীতের দাপটে কাঁপছে বাংলা। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ— সর্বত্রই কনকনে ঠান্ডার দাপট। উত্তুরে হাওয়ার জোরে কার্যত জবুথবু রাজ্যবাসী। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৪ ডিগ্রি কম। চলতি সপ্তাহে শহরে পারদ একসময় ১০ ডিগ্রির ঘরও ছুঁয়েছে। নতুন সপ্তাহে এই শীত কতটা থাকবে, তা নিয়ে বিস্তারিত পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের মতে, আগামী পাঁচ থেকে ছয় দিন রাজ্যের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, আরও কিছুদিন জাঁকিয়ে শীত উপভোগ করবে বাংলা। মকর সংক্রান্তির সময়ও কনকনে ঠান্ডা বজায় থাকবে বলে ইঙ্গিত। যদিও আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে, তবে সন্ধ্যার পর ফের বাড়বে ঠান্ডা।

দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রায় তেমন হেরফের হবে না। তার পরের কয়েক দিনে পারদ সামান্য বাড়লেও তা স্বাভাবিকের নীচেই থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে, বিশেষ করে আগামী বুধবার পর্যন্ত।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে, যেখানে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।

কলকাতায় আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে। হাওয়া অফিসের সতর্কতা— ভোর ও সূর্যাস্তের পর শীতের কামড় আরও তীব্র হবে। ফলে গরম পোশাক এখনও তুলে রাখার সময় আসেনি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen