BJP শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা: সম্মিলিত প্রতিবাদের ডাক সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের

রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্থা করার প্রতিবাদে গর্জে উঠলেন প্রথিতযশা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

August 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্থা করার প্রতিবাদে গর্জে উঠলেন প্রথিতযশা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বুধবার হলদিয়ার দুর্গাচকে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাঙালি পরিযায়ী শ্রমিকদের যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, তা আমাদের গায়ে লাগছে। গরিব মানুষকে এভাবে অপমান করা ঠিক নয়।

কবি তমালিকা পণ্ডাশেঠের ৬৯তম জন্মবার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের যেভাবে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে তা ভালো লক্ষ্মণ নয়। তাঁদের এভাবে হেনস্তা, শাস্তি দেওয়া, বাঙালি হিসেবে আমাদের কাছে খুবই অবমাননাকর। যারা সত্যিকারের বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের কথা আলাদা। এর প্রতিবাদ করতে হবে। ফলাফল কী হবে, সেকথা ভেবে লাভ নেই। এখন রুখে দাঁড়াতে হবে বাঙালিকে। ভারতবর্ষের যে কোনও জায়গায় বাঙালি যেতে পারে। সেখানে গিয়ে হেনস্তার শিকার হলে সম্মিলিত প্রতিবাদ করতে হবে।

বাংলার সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি, ক্রীড়াক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন মঞ্চে। ২০২৫ সালে কবি তমালিকা পণ্ডাশেঠ নামাঙ্কিত জীবনকৃতী পুরস্কার পেলেন কবি জয় গোস্বামী, সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও প্রকাশক সুধাংশুশেখর দে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen