বাঙালি হেনস্থা: অন্ধ্রপ্রদেশে রহস্য মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে ওই শ্রমিককে। অভিযোগের তীর স্থানীয় এক ঠিকাদারের দিকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: BJP শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থার অভিযোগের আবহে ফের রহস্যমৃত্যু রাজ্যের শ্রমিকের। অন্ধ্রপ্রদেশে উদ্ধার হল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। একদিন নিখোঁজ থাকার পর রেললাইনের ধার থেকে উদ্ধার তাঁর দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে ওই শ্রমিককে। অভিযোগের তীর স্থানীয় এক ঠিকাদারের দিকে।
মৃতের নাম কাদির শেখ, বয়স ৩২ বছর। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে ইমামনগর পঞ্চায়েতের অন্তর্গত ইমামনগর এলাকার বাসিন্দা কাদির ২০-২২ দিন আগে রাজমিস্ত্রীর কাজে অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন। গত ৮-৯ বছর ধরে ভিন রাজ্যে কাজ করছিলেন কাদির। বছর তিনেক ধরে একই ঠিকাদের অধীনে কাজ করছিলেন কাদির। তার কাছ লক্ষাধিক টাকা পেতেন বলে দাবি পরিবারের। হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান কাদির। শনিবার রাতে পরিবারের কাছে খবর আসে রেললাইনের ধার থেকে কাদিরের দেহ উদ্ধার হয়েছে। পরিবারের সন্দেহ ওই ঠিকাদারের যোগ রয়েছে এই মৃত্যুর সঙ্গে।
ঠিকাদারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। কাদিরের পরিবারের অভিযোগ, টাকাপয়সা নিয়ে ঝামেলার জেরেই তাঁকে পিটিয়ে খুন করে রেললাইনের ধারে দেহ ফেলে দিয়েছে ঠিকাদার ও তার দলবল। কাদিরের এক সহকর্মীও একই অভিযোগ করছেন। অন্যদিকে, কাদিরের দেহ ফিরিয়ে আনার জন্য তৎপরতা শুরু করেছে রাজ্য প্রশাসন।