বিজেপি শাসিত ওড়িশায় ফের নির্যাতনের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.০০: বিজেপি শাসিত ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার ঘটনা অব্যাহত! এবার নির্যাতনের শিকার পরিযায়ী শ্রমিকের নাম রাজা আলি। তিনি হুগলির গোঘাটের বাসিন্দা। প্রায় ৮ মাস আগে ওড়িশার কটকে পাথর শ্রমিক হিসাবে কাজে যান তিনি।
রাজার দাবি, এর আগেও বাংলায় কথা বলায় তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সংসারের কথা চিন্তা করে তিনি বাংলায় ফিরে আসেননি। কার্যত লুকিয়েই কাজ করতেন। যে ঘরে ভাড়া থাকতেন সেখানে ঝামেলা এড়াতে দরজা বাইরে থেকে তালা দিয়ে দিতেন বাড়ির মালিক। কিন্তু বুধবার ১০-১২ জন মিলে তালা ভেঙে ঘরে ঢুকে রাজাকে বেধড়ক মারাধর করে। অভিযোগ তাঁকে জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করা হয়।
সংবাদমাধ্যমকে রাজা বলেন, “আগেও হুমকির মুখে পড়েছিলাম। কিন্তু বুধবার রাতে ১০-১২ জন বিজেপি কর্মী ঘরে ঢুকে আমাকে ব্যাপক মারধর করে। আমার কাছে ৫০ হাজার টাকা ছিল তাও নিয়ে নেয়। তারপর জোর করে আমাকে দিয়ে জয় শ্রীরাম বলানো হয়। তারপর সেই রাতেই সেখান থেকে বাসে করে বাড়ি ফিরে আসি। বাবা-মা আমাকে আর যেতে দেবে না বলছে। কী করে সংসার চলবে তা নিয়ে চিন্তায় আছি।”