SFI-র শীর্ষপদে আবার বাঙালি প্রতিনিধি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন

June 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:০০: দায়িত্ব বাড়ল সিপিএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্যের। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন। রবিবার এসএফআই সংগঠনে রদবদল হয়েছে। তাতে সংগঠনের সভাপতি হয়েছেন কেরলের আদর্শ এম সাজি। কেরলের কোঝিকোড়ে চলছিল এসএফআইয়ের সম্মেলন। রবিবার, শেষ দিনে সাধারণ সম্পাদক ও সভাপতির ব্যাটন বদল হয়েছে।

এমনটা নতুন কিছু নয়—এসএফআইয়ের ইতিহাসে বহুবার দেখা গিয়েছে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বাঙালি নেতাদের আধিপত্য। বিমান বসু, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তালিকা দীর্ঘ। যদিও মাঝেমধ্যে ব্যতিক্রমও ঘটেছে। যেমন, ঋতব্রতের পর সেই জায়গা নিয়েছিলেন হিমাচলের বিক্রম সিংহ, যাঁর সময়ে বাংলার কোনও প্রতিনিধির জায়গা হয়নি শীর্ষপদে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৃজন ২০২১ সালের সিঙ্গুর বিধানসভা এবং ২০২৪ সালের যাদবপুর লোকসভা আসন থেকে বামফ্রন্টের প্রার্থী হয়েছিলেন। যদিও দু’বারই ভোটে সাফল্য আসেনি, এমনকি জামানতও হারিয়েছেন। তবুও দলের ভরসা রয়েছে তাঁর ওপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আবারও তাঁকে প্রার্থী করতে পারে সিপিএম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen